ঢাকা | বঙ্গাব্দ

৪৮তম বিশেষ বিসিএসে ৩২ বছরের বেশি বয়সীদের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 10, 2025 ইং
৪৮তম বিশেষ বিসিএসে ৩২ বছরের বেশি বয়সীদের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ ছবির ক্যাপশন: ৪৮তম বিশেষ বিসিএসে ৩২ বছরের বেশি বয়সীদের সুযোগ দিতে হাইকোর্টের নির্দেশ
ad728

৪৮তম বিশেষ বিসিএসে ৩২ বছরের বেশি বয়সী চিকিৎসকদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে (বিপিএসসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

বুধবার (৯ জুলাই) এ সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, বিশেষ পরিস্থিতিতে চিকিৎসক নিয়োগে বয়সসীমা শিথিল করে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। ফলে যেসব চিকিৎসক বয়সসীমা অতিক্রম করেছেন, তারাও ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় আবেদন ও অংশগ্রহণ করতে পারবেন।


নিউজটি পোস্ট করেছেন : মাহাদী হাসান

কমেন্ট বক্স