যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হোটেল ম্যারিয়ট হলরুমে অধ্যাপক ড. মজিবুল হকের ষষ্ঠ বই “রুট টু কিউর”-এর মোড়ক উন্মোচন এবং AllHealth24 অনলাইন হেলথ নিউজ পোর্টালের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশী কমিউনিটি, নিউইয়র্ক সিটি মেয়র মেরি কুইন, নিউইয়র্ক প্রেসক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি মুনা জেনারেল, ভাসানী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, সনামধন্য সাংবাদিক ইলিয়াস হোসেন এবং বাংলাদেশী কুইন উপস্থাপক প্রিসিলা ফাতেমা উপস্থিত ছিলেন। কেক কেটে বইটির আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও প্রতিনিধিরা ড. হককে উপহার ও সম্মাননা প্রদান করেন। Next Cell Lab, Regenerative Medicine Institute, Best Integrative Care Excellence-সহ বিভিন্ন সংস্থা তাকে ইন্টিগ্রেটিভ মেডিসিনে অবদানের জন্য এওয়ার্ড প্রদান করে।
বিশিষ্ট অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেনঃ
Mr. Badol – CEO, RLB Group; প্রেসিডেন্ট, চেম্বার অব কমার্স, কোপিয়াগ
আবদুর রশিদ রইস
মোঃ মহিউদ্দিন
মোঃ আলী ইমাম – সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, International Farrkka Inc.; প্রেসিডেন্ট, ভাসানী ফাউন্ডেশন
Jamaica Friends Society–এর প্রেসিডেন্ট
BAAG–এর প্রেসিডেন্ট
মনোয়ারুল ইসলাম – প্রেসিডেন্ট, নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব
ড. ওয়াজেদ খান – সম্পাদক, উইকলি বাংলাদেশ
ড. মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী
ড. আনিসুজ্জামান চৌধুরীর বিশেষ সহকারী
মোজাম্মেল হক – কনসাল জেনারেল, বাংলাদেশ কনস্যুলেট, নিউইয়র্ক
অন্যান্য উল্লেখযোগ্য ব্যক্তিত্ব:
Attorney Moin Chowdhury – আমেরিকান অ্যাটর্নি ও কমিউনিটি নেতা
Mr. Nobab – সোনালী ব্যাংকের ম্যানেজার
Mr. Mohsin – সোনালী ব্যাংকের প্রেসিডেন্ট
মহতাবউদ্দিন আহমেদ – IQNA-র ডিরেক্টর অব সোশ্যাল জাস্টিস
Mr. Atikur Rahman – প্রেসিডেন্ট, IQNA
Diane Sare – প্রেসিডেন্ট, LaRouche; নিউইয়র্ক থেকে মার্কিন সিনেট নির্বাচনে প্রার্থী
Daniel Burke – নিউ জার্সি থেকে মার্কিন সিনেট নির্বাচনে প্রার্থী
সালাউদ্দিন নোমান – বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি
বইটি অর্ডার করতে ভিজিট করুন : https://drhaque.net/book-page