ঢাকা | বঙ্গাব্দ

জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2025 ইং
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি ছবির ক্যাপশন: জিয়াউর রহমান ফাউন্ডেশন এর উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি
ad728

জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারপত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার(১৭ জুলাই) রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে এই সচেতনতামূলক কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেডআরএফ-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, করোনা ও ডেঙ্গু প্রতিরোধ কমিটির আহ্বায়ক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামিম, লিফলেট বিতরণ কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম, যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ শফিউল আলম দিদার, ডা. পারভেজ রেজা কাকনসহ ফাউন্ডেশনের উপদেষ্টা, পরিচালক, স্বেচ্ছাসেবক দল ও সংশ্লিষ্ট বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।

 

প্রচারণার অংশ হিসেবে বসুন্ধরা মার্কেট ও আশপাশের এলাকায় প্রায় পাঁচ হাজার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই কর্মসূচি পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও পরিচালিত হবে। আবহাওয়া স্বাভাবিক হলে পরবর্তী ধাপে স্প্রে ও মশারি বিতরণ কার্যক্রমও শুরু হবে।


নিউজটি পোস্ট করেছেন : মাহাদী হাসান

কমেন্ট বক্স